সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাল্য বিয়ের মুহূর্তে আটক কাজী, জরিমানা অর্ধলাখ 

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ২৩ ১১ ০২  

বাল্য-বিয়ের-মুহূর্তে-আটক-কাজী-জরিমানা-অর্ধলাখ 

বাল্য-বিয়ের-মুহূর্তে-আটক-কাজী-জরিমানা-অর্ধলাখ 

পাবনার সুজানগরে বাল্য বিয়ের আগ মুহূর্তে আরিফ বিল্লাহ নামে এক কাজীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে সুজানগর পৌর সদরে ভবানীপুর পল্লী বিদ্যুৎ অফিসের কাছে কাজী অফিস থেকে তাকে আটক করে পুলিশ। তিনি সুজানগর পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের  কাজী এবং সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

আরো পড়ুন >>> কবে হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুজানগর থানার ওসি আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরিফ বিল্লাহ অফিসে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।  এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়। অবস্থা বেগতিক দেখে বর পালিয়ে যায়। এ সময় কাজীকে আটক করা হয়। পুলিশ এরপর ওই কাজীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। 

সুজানগরের ইউএনও ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৬ মাসের জেল দেন। জরিমানা দেওয়ার পর মুচলেকা দিয়ে ওই কাজী ছাড়া পান। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।  

Provaati
    দৈনিক প্রভাতী